বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর জমি-বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলতাফ আলী (৫২)। তিনি বাঘা থানার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে। গত সোমবার রাত ৯টায় তাকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ অধিদপ্তরের আইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঘটনা সূত্রে জানা যায়, বাঘা থানার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) গত ২ আগস্ট ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান। সেখানে থাকা অবস্থায় গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে তিনি জানতে পারেন, জোতরঘু গ্রামে তার বাড়িতে তার কাকীমা রনজু দোবের ঘরে অভিযুক্ত মো. আলতাফ আলী ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুটে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করে। তাছাড়া তাদের বাড়ির মন্দিরের প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বাড়িসহ ভূমি দখল করে নেয়।

পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এই সংবাদে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে বাঘা থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে গত ৯ সেপ্টেম্বর আলতাফ আলীকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৭ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিস্ফোরণের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

১৮ ঘণ্টা আগে

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১৯ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১ দিন আগে