বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর জমি-বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলতাফ আলী (৫২)। তিনি বাঘা থানার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে। গত সোমবার রাত ৯টায় তাকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ অধিদপ্তরের আইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঘটনা সূত্রে জানা যায়, বাঘা থানার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) গত ২ আগস্ট ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান। সেখানে থাকা অবস্থায় গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে তিনি জানতে পারেন, জোতরঘু গ্রামে তার বাড়িতে তার কাকীমা রনজু দোবের ঘরে অভিযুক্ত মো. আলতাফ আলী ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুটে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করে। তাছাড়া তাদের বাড়ির মন্দিরের প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বাড়িসহ ভূমি দখল করে নেয়।

পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এই সংবাদে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে বাঘা থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে গত ৯ সেপ্টেম্বর আলতাফ আলীকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে