জনসংযোগে গিয়ে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ (ইনসেটে) বুধবার জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে দল থেকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার একদিন পরই জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। সরওয়ার বাবলা নামে আরেক বিএনপি কর্মীও তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য মিলেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চাইলত্যাতলীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, আহত অবস্থায় এরশাদ উল্লাহ ও সরওয়ারকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো চিকিৎসকরা বিস্তারিত কিছু জানাননি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তরাঞ্চলের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে। আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দিয়ে সবকিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করে সেখানেই একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েছেন এরশাদ উল্লাহ ভাই। মসজিদ থেকে বের হওয়ার পরপরই সন্ত্রাসীরা তার ওপর অতর্কিতে গুলি করে। সবাই দোয়া করবেন, এরশাদ ভাই যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

১২ ঘণ্টা আগে

টক শোতে মন্তব্য: জাবি শিক্ষকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

জামায়াত নেতা জাহিদুল ইসলাম এজাহারে আরও বলেন, আমার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যে মন্তব্য করেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। আমি কখনো এমন কথা বলিনি। এতে আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আমি মামলাটি করেছি।

১ দিন আগে

বিএনপি বিরোধী দলকে সহ্য করতে পারে না : ফয়জুল করীম

তিনি আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

১ দিন আগে

নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ঘাটাইলে আজাদ সমর্থকদের বিক্ষোভ

এ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তারা স্লোগান দেন— ‘টাঙ্গাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাঁটি’, ‘আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

১ দিন আগে