‘নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান’

সিলেট প্রতিনিধি
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর-ডিসেম্বর নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

তিনি আরও জানান, এ নির্বাচনে বিএনপি ভোটে জিতে সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগরে এক সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষণা করা হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের উপদেষ্টা বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ অন্যরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলা, আহত ৮

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯-১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত একজন।

১ দিন আগে

তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ

নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন নদীর তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়।

১ দিন আগে

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম, প্রার্থী হবেন সিলেট-১ আসনে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হককে।

১ দিন আগে

খাগড়াছড়ি সহিংসতায় ৩ মামলা, আসামি সহস্রাধিক

১ দিন আগে