‘নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান’

সিলেট প্রতিনিধি
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর-ডিসেম্বর নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

তিনি আরও জানান, এ নির্বাচনে বিএনপি ভোটে জিতে সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগরে এক সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষণা করা হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের উপদেষ্টা বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ অন্যরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি শিশু সাজিদের খোঁজ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৪৫ ফুট পর্যন্ত খুঁড়েও উদ্ধার করা যায়নি। টানা ২৮ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

১ দিন আগে

শিশুটিকে না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব: ফায়ার সার্ভিসের পরিচালক

উদ্ধার অভিযান চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, অভিযান চলবে। যদি মাটির ১০০ ফুট নিচেও থাকে, এভাবেই খনন করতে হবে। আমি না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব। আমাদের ক্যাপাসিটি কত সেটি বিষয় না।”

১ দিন আগে

ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে পুনর্বহাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাঁকে ক্ষমা করে পূর্বের পদে বহাল করা হয়েছে।

১ দিন আগে

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্ধে বিএনপির একই গ্রুপের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে রয়েছে।

১ দিন আগে