গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হানিফের কুষ্টিয়ার বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বুধবার রাতে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক এই সংসদ সদস্যের বাড়িটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের সময়েও ভাঙচুর করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নেতাকর্মীরা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিন তলা বাড়িটি ভাঙতে শুরু করেন।

স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নেতাকর্মীরা বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মোড় থেকে মশাল মিছিল নিয়ে হানিফের বাড়ির সামনে যান। এ সময় বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন-

ভাঙচুর-আগুনের পর এখন বুলডোজার-ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবের বাড়ি

রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় ছাত্ররা স্লোগান দেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এ সময় বাড়ির সামনে ভিড় করেন।

পরে ছাত্র-জনতা মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা সাত তলা বাড়ির দিকে যায় মিছিল। ওই বাড়িতেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।

গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে মাহবুবউল আলম হানিফের কোনো খোঁজ নেই। কেউ কেউ বলে থাকেন, তিনি ভারতে পালিয়ে গেছেন। ৪ ও ৫ আগস্ট দুই দফায় তার কুষ্টিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। বাড়ির জিনিসপত্র লুটপাটও করা হয়। ওই সময় থেকে শুধু কাঠামো নিয়ে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন-

শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসনদেও আগুন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনার ভাষণ দেওয়াকে ঘিরে এ দিন রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয় ছাত্র-জনতা। এখন বুলডোজার, এক্সক্যাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডি ৫/এ ঠিকানায় অবস্থিত শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসদনে।

এ ছাড়া খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি গুঁড়িয়ে দেওয় হয়েছে। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জামাল খান মোড়েও শেখ মুজিবের ম্যুরাল ভঙচুর করেছে ছাত্র-জনতা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১২ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১৮ ঘণ্টা আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

১ দিন আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

১ দিন আগে