ঢাকার ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৫
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ছবি: আরিফুজ্জামান তুহিনের ফেসবুক থেকে

রাজধানীর কারওয়ান বাজার, মৌচাক ও শান্তিনগর এলাকায় সামান্য সময়ের ব্যবধানে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। পুলিশের ধারণা, মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছুড়ে মারা হতে পারে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আরিফুজ্জামান তুহিন ফেসবুকে লিখেছেন, কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তের সামনের রাস্তায় হাত বোমা মেরেছে কেউ। বোমাটি যেখানে পড়েছে সেখান থেকে আমার দূরত্ব ছিল ১৫/১৭ ফুট। বিকট আওয়াজ, চারপাশে ধোঁয়া। সম্ভবত স্প্লিন্টার ছিল না, যে কারণে আহত হয়নি।

আরিফুজ্জামান তুহিনের ধারণা, বোমাটি মারা হয়েছে মগবাজার ও কারওয়ান বাজারের সংযোগকারী ফ্লাইওভারের ওপর থেকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, সম্ভবত ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে মৌচাক এলাকায় একজন নারী আহত হয়েছেন। ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১১ ঘণ্টা আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

২০ ঘণ্টা আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

২০ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ. লীগের অর্ধশত নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন, ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

১ দিন আগে