নিষেধাজ্ঞা ভেঙেই পটকা-আতশবাজিতে বর্ষবরণ, মিরপুরে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩: ১৪
বুধবার মধ্যরাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটানো হয়। ছবি: রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে চলমান তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে পটকা ও আতশবাজি ফোটানোতে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর প্রায় সব এলাকাতেই খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে ফোটানো হয়েছে পটকা-আতশবাজি। এর মধ্যে মিরপুরে এক ভবনে আতশবাজি থেকে আগুনের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খ্রিষ্টীয় নববর্ষ সামনে রেখে বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা কেঁপে উঠতে শুরু করে পটকা আর আতশবাজির শব্দে। পুরান ঢাকায় এর মাত্রা ছিল বেশি। সেখানে রাত ১১টার পর থেকেই ছাদে ছাদে শুরু হয় এ আয়োজন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টা বাজতেই পুরান ঢাকার রায়সাহেব বাজার, রাজার দেউরী, কোর্ট কাচারি, শাঁখারী বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছাদ থেকে বিকট শব্দের পটকা-বাজির শব্দ শোনা যেতে শুরু করে। রাত ১টার দিকেও কোথাও কোথাও এসব শব্দ শোনা গেছে।

পিছিয়ে নেই ঢাকার বাকি অংশও। ধানমন্ডি, গুলশান, মিরপুর থেকে শুরু করে উত্তরা পর্যন্ত সব এলাকাতেই কমবেশি ফুটেছে পটকা, জ্বলেছে আতশবাজি। মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ কতেই একযোগে সশব্দ হয়ে ওঠে সব এলাকা। এসব এলাকাতেও রাত প্রায় ১টা পর্যন্ত থেমে থেমে শোনা গেছে বর্ষবরণের আওয়াজ।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো আতশবাজিতে মিরপুর ৭ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে আগুন লেগে গেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটে পটকা-আতশবাজিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে ডিএমপি। এ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে। এ অবস্থায় বিধি অনুযায়ী, ডিএমপি ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয়।

তবে এ বছরও আগের বছরগুলোর মতোই কোনো নিষেধাজ্ঞা কাজে আসেনি। অবশ্য গত কয়েক বছরের চেয়ে এ বছর আতশবাজি ও পটকার 'অত্যাচারব তুলনামূলকভাবে কিছুটা কম বলে মনে করছে রাজধানীবাসী।

সামাজিক যোগাযোগমধ্যমে এ নিয়ে লেখালেখিও করেছন অনেকে। পরিবেশ ও পশুপাখিসহ শিশু, বয়স্ক ও অসুস্থদের কথা ভেবে প্রতিবছরই এমন গণআতশবাজি-পটকার মহড়ার তীব্র সমালোচনা করে থাকেন অনেকে। এ বছর খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোক বিবেচনায় সবাই সংযত থাকবেন বলে প্রত্যাশা করেছিলেন তারা। পরিমাণে কিছুটা কমলেও তাদের সে প্রত্যাশা আর পূরণ হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

সারাজীবন মেহনতি মানুষের পক্ষে বৈষম্যবিরোধী রাজনীতি করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার জীবনী তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে। ১৯৯০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

১ দিন আগে

রাজশাহীতে বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

১ দিন আগে

রাবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এই জানাজার আয়োজন করা হয়।

১ দিন আগে

মৌসুমের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

উত্তরের জনপদ রাজশাহীতে শীত যেন সবকিছু থমকে দিয়েছে। টানা ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যহীন থাকায় জেলায় জেঁকে বসেছে শীতের প্রকোপ। আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।

১ দিন আগে