কলম বিরতি ৪র্থ দিনে, বেনাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২২: ৪৪
বেনাপোল কাস্টমস হাউজে রোববার চতুর্থ দিনের মতো কলম বিরতি পালিত হয়। ছবি: রাজনীতি ডটকম

দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে টানা চতুর্থ দিনের মতো ‘কলম বিরতি’ পালিত হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে। এতে কাস্টমসের কাজে অচলাবস্থা দেখা দিলেও আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়াও স্বাভাবিক সময়ের মতোই চলেছে। তবে শুল্কায়ন ও পণ্য খালাসে আগের চেয়ে বেশি লাগার অভিযোগ করেছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।

রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালিত হয় বেনাপোল কাস্টমস হাউজে। একজন রাজস্ব কর্মকর্তা নিশ্চিত করেছেন, ওই সময় হাউজে কোনো কাজ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই রাজস্ব কর্মকর্তা রাজনীতি ডটকমকে বলেন, অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।

সরেজমিনে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই দিনভর ছিল খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছিলেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোনো কাজ করেননি।

এ অবস্থাতেও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে কেবল নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। পরে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা সময়ে কাস্টমস হাউজে স্বাভাবিক কাজকর্ম চলে।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা সংহতি প্রকাশ করে বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আাজও (রোববার) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালন করা হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমসের কলম বিরতির কারণে শুল্কায়ন ও পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন না। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ সময় ভারতে রপ্তানি হয়েছে ২২৮ ট্রাক পণ্য।

এর আগের দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। তার আগের দিন বৃহস্পতিবার ভারত থেকে এসেছে ২১৩ ট্রাক পণ্য, ভারতে রপ্তানি হয়েছে ১৬৬ ট্রাক পণ্য। এ ছাড়া বুধবারও ভারত থেকে বেনাপোল বন্দরে ৩০৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ দিন ভারতে রপ্তানি হয়েছে ১৭৪ ট্রাক পণ্য।

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অনভিজ্ঞ কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার এমন সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১০ ঘণ্টা আগে

ইশরাককে মেয়র হতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হতে বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন- ‘চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।’

১৪ ঘণ্টা আগে

শেরপুরে নদ-নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের প্রভাবে শেরপুর জেলার পাহাড়ি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে গত তিন দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।

১৫ ঘণ্টা আগে

নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের আজও বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে টানা ছয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকে তার সমর্থকেরা সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

১৭ ঘণ্টা আগে