৫ দিন ‘কলম বিরতি’র পর ফের কর্মচঞ্চল বেনাপোল কাস্টমস হাউজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২৩: ৩৭
কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি প্রত্যাহার করে নেওয়ায় ৫ দিন পর পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে। ছবি: রাজনীতি ডটকম

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।

এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।

এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।

এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।

রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

১৪ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল ধরনের যান চলাচল এখন স্বাভাবিকভাবে চলছে। এছাড়া সব ধরনের দোকানপাঠ খুলেছে।

১৮ ঘণ্টা আগে

রাজশাহীতে জে–৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, “এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সব আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর, আর সেই নদীর তীরেই আমাদের টেনিস কোর্ট।”

১ দিন আগে

বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে বাঘা থানা পুলিশ।

২ দিন আগে