৫ দিন ‘কলম বিরতি’র পর ফের কর্মচঞ্চল বেনাপোল কাস্টমস হাউজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২৩: ৩৭
কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি প্রত্যাহার করে নেওয়ায় ৫ দিন পর পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে। ছবি: রাজনীতি ডটকম

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।

এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।

এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।

এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।

রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

১ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

২ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

৩ দিন আগে