রাজশাহীতে মিটার রিডারকে হাঁসুয়ার কোপ, গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে মিটারের রিডিং তুলতে গিয়ে গ্রাহকের হাঁসুয়ার কোপে আহত হয়েছেন সালাউদ্দিন আল সবুজ নামে এক রিডার। গত শনিবার বিকাল ৫টার দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এ নিয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

আহত মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। তার বাড়ি নগরের আমবাগান এলাকায়।

জানা যায়, মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ বাড়ির মিটার রিডিং করতে গেলে বাবুল আক্তার তাকে প্রথমে সেন্ডেল দিয়ে মারধর করে। পরে ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে নিজেকে বাঁচাতে গেলে সবুজের ডান হাতের একটি আঙ্গুল কেটে যায়। কাটা আঙ্গুলে সাতটি সেলাই পড়েছে।

আহত সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতিমাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। বাবুলের অভিযোগ, নেসকো যে বিদ্যুৎ বিলের কাগজ হাতে ধরিয়ে দেয়, সেখানে অতিরিক্ত লেখা থাকে। গতমাসে এ অভিযোগে বাবুল নেসকো অফিসেও গিয়েছিলেন। তবে যাচাই করে দেখা যায়, তার বিল ঠিকই দেওয়া হয়েছে। শনিবার বিকালে সবুজ আবারও চলতি মাসের মিটারের রিডিং তুলতে যান বাবুলের বাড়িতে। কিন্তু তিনি তাতে বাঁধা দেন। নিষেধ করলে তিনি সেন্ডেল খুলে সবুজের গালে মারেন। আত্মরক্ষায় সবুজ তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর উঠেই হাঁসুয়া নিয়ে সবুজের ওপর আক্রমণ করেন। হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার একটি আঙ্গুল কেটে যায়। এ সময় আশপাশের লোকজন সবুজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কাটা আঙ্গুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শনিবার রাতে একটি খুনের ঘটনা নিয়ে পুলিশ ব্যস্ত ছিল। এরই মধ্যে মিটার রিডার সবুজ একটা অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানি। ঘটনার পর বাবুল আক্তারের বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে অফিসে ডাকা হয়েছে। পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১৩ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১৯ ঘণ্টা আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

১ দিন আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

১ দিন আগে