পলাতক খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে সাধারণ মুসল্লিরা বেরিয়ে যাচ্ছিলেন। এর কিছু সময় পরেই মসজিদ থেকে ‘একটা একটা লীগ ধরো, ধইরা ধইরা জবাই করো’ বলে স্লোগান দিতে দিতে একদল বিক্ষুব্ধ মুসল্লি বের হন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লিদের এমন শ্লোগান শোনা যায়।

পরে পুলিশ সদস্যরা মুসল্লিদের অনুরোধ করে মসজিদ এরিয়া থেকে চলে যেতে বলেন। কিন্তু মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকেন। পরে সেনাবাহিনী পুলিশ র‍্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন। এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে।

ঘটনা সূত্র জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিন অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে সোয়া একটা দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুতগতিতে বায়তুল মোকাররম মসজিদে আসে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্যের অবস্থান করছিলেন। বাইতুল মোকাররমের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। মসজিদের মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার। পল্টন মোড়ে রয়েছে হলুদ রঙের জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে 'সাইবারস্পেসে নারী ও শিশুদের নিরাপত্তা' শীর্ষক কর্মশালা

প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভুয়া আইডি, ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল, অশ্লীল বার্তা ও ভিডিও পাঠানো, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হয়রানি এবং আর্থিক প্রতারণার শিকার হন। ভুক্তভোগীরা প্রায়ই বিষয়টি প্রকাশ করতে ভয় পান। এতে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে।

১ দিন আগে

বিএসসি ইঞ্জিনিয়াররা ১০ম গ্রেডে প্রবেশের চেষ্টা করলে কঠোর আন্দোলন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে প্রবেশের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে কবির হোসেন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের সম্পদ। তাদেরকে পা ধরে টান দিবেন না, মাথার চুল ধরে টানেন। কারণ তারা উপরে উঠতে চায়। বিএসসি ইঞ্জিনিয়াররা কখনো ডিপ্লোমাদের জায়গায় আসতে পারবে না। কারণ তাদের ৪ বছরে

১ দিন আগে

কুমার নদে নৌকাবাইচে হাজারো দর্শকের উল্লাস

শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।

১ দিন আগে

চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

২ দিন আগে