
প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগ নিয়ে যে গুঞ্জন, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে জানাবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আজ বুধবার তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড এবং আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার তা প্রচারের কথা রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ ও সরকার থেকে পদত্যাগ ইস্যুতে জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী আলোচনা। আমরা এখন একটি পর্যায়ে আছি। পরের পর্যায়ে সেটি সবার সামনে আসবে।’
‘আর অন্য যে বিষয়ে (পদত্যাগ) প্রশ্ন করলেন, সে বিষয়ে আমার কিছু বলার এখতিয়ার নেই। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে,’— বলেন আসিফ মাহমুদ।
এরই মধ্যে পদত্যাগ করেছেন কি না কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এ নিয়ে সাংবাদিকদের অব্যাহত প্রশ্নের মুখে উপদেষ্টা আবারও বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘এরই মধ্যে আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এ ক্ষেত্রে নেই। আমি নিজে যেটা বলেছি, আমি নিজে সেটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে ফারদার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’
পরে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের যে বৈঠক হবে সে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন।
এদিকে আসিফ মাহমুদের পাশাপাশি সরকারে থাকা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। বুধবারই তাদের পদত্যাগের কথা রয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পরে সবাইকে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগ নিয়ে যে গুঞ্জন, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে জানাবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আজ বুধবার তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড এবং আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার তা প্রচারের কথা রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ ও সরকার থেকে পদত্যাগ ইস্যুতে জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী আলোচনা। আমরা এখন একটি পর্যায়ে আছি। পরের পর্যায়ে সেটি সবার সামনে আসবে।’
‘আর অন্য যে বিষয়ে (পদত্যাগ) প্রশ্ন করলেন, সে বিষয়ে আমার কিছু বলার এখতিয়ার নেই। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে,’— বলেন আসিফ মাহমুদ।
এরই মধ্যে পদত্যাগ করেছেন কি না কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এ নিয়ে সাংবাদিকদের অব্যাহত প্রশ্নের মুখে উপদেষ্টা আবারও বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘এরই মধ্যে আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এ ক্ষেত্রে নেই। আমি নিজে যেটা বলেছি, আমি নিজে সেটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে ফারদার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’
পরে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের যে বৈঠক হবে সে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন।
এদিকে আসিফ মাহমুদের পাশাপাশি সরকারে থাকা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। বুধবারই তাদের পদত্যাগের কথা রয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পরে সবাইকে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিক্যাল বোর্ড।
৬ ঘণ্টা আগে
উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।
৬ ঘণ্টা আগে
সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
৭ ঘণ্টা আগে