ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ‘শান্তিচুক্তি’, অংশ নেয়নি সিটি কলেজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত-মারামারি নতুন কিছু নয়। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, কিন্তু থামেনি সংষর্ঘ। শেষ পর্যন্ত এ সংঘাতের অবসান ঘটাতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা করেছেন ‘শান্তিচুক্তি’!

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে তারা মৌখিক এই ‘শান্তিচুক্তি’ করেন।

রাজধানীর এ দুই কলেজেরই আরেক প্রতিবেশী সিটি কলেজের শিক্ষার্থীরা অবশ্য এ সময় উপস্থিত হননি। তাদের দাবি, অন্য কলেজের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই।

‘শান্তি চুক্তি’র সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শান্তিচুক্তির সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, তারা আর ভবিষ্যতে নিজেদের মধ্যে কোনো সংঘর্ষে জড়াবেন না।

এর আগে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা ঘিরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এ রকম সংঘর্ষের দিনে বিশেষ করে নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যানজটসহ ব্যাপক জনভোগান্তি হয়।

এমন পরিস্থিতির কারণেই নিউমার্কেট থানার ওসি মাহফুজুল হক এই ‘শান্তিচুক্তি’র উদ্যোগ নেন। তাতে দুই কলেজের শিক্ষার্থীরা যোগ দিলেও সিটি কলেজের শিক্ষার্থীরা যোগ না দেওয়ায় কিছুটা হতাশ ওসি মাহফুজুল হক। তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে এ ধরনের শান্তি উদ্যোগে তারাও যোগ দেবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজ

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা।

৩ ঘণ্টা আগে

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা

বিএনপি সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মেডিকেল টিম।

৩ ঘণ্টা আগে

নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি, ৪ মহীয়সী নারীকে সম্মাননা

পদকপ্রাপ্তরা হলেন: নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

৪ ঘণ্টা আগে

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

৪ ঘণ্টা আগে