
ডেস্ক, রাজনীতি ডটকম

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, এসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষ কোনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি।
আজ শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আলোচনার দ্বিতীয় দিনে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রিয়ারের সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বশির উদ্দিন। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে বাংলাদেশ সেই কাজ শুরুও করেছে বলে জানান উপদেষ্টা বশির। এ সময় শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাণিজ্যের পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে।
বৈঠকে গ্রিয়ার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, এসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষ কোনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি।
আজ শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আলোচনার দ্বিতীয় দিনে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রিয়ারের সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বশির উদ্দিন। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে বাংলাদেশ সেই কাজ শুরুও করেছে বলে জানান উপদেষ্টা বশির। এ সময় শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাণিজ্যের পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে।
বৈঠকে গ্রিয়ার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। পুনর্নির্ধারিত আসনগুলো হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
১৫ ঘণ্টা আগে
সাগরে ট্রলারডুবির ঘটনায় বাবা ও তার ১২ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শখের বশে বাবার সঙ্গে মাছ ধরা দেখতে সাগরে গিয়েছিল শিশু সিয়াম। কিন্তু বঙ্গোপসাগরের সেই আনন্দের যাত্রাই পরিণত হয় বাবা–ছেলের জীবনের শেষযাত্রায়।
১৫ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘হিসাব সহকারী’ পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। নানা কারণে সে পদের নিয়োগ পরীক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত এ বছর আবার সে বিজ্ঞপ্তি পুনর্প্রকাশিত হয়েছিল। পরীক্ষার দিনও নির্ধারিত হয়েছিল। সেই পরীক্ষার কিছু সময় আগে চাকরিপ্রার্থীরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত!
১৬ ঘণ্টা আগে
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চসহ এর চারজন কর্মীকে আটক করেছে জেলা পুলিশ।
১৮ ঘণ্টা আগে