মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি।

কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।

জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেও অভিহিত করেছে তারা।

২ দিন আগে

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

নেপালের কাঠমান্ডুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

৩ দিন আগে

বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা চালিয়ে যাবে আইসিসি: বিসিবি

আইসিসির এ প্রতিনিধির সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষে বিসিবি জানিয়েছে, দুপক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিসিবি বাংলাদেশের পক্ষে ভারতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। লজিস্টিক্যাল সমন্বয় ন্যূনতম রাখতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

৪ দিন আগে

৪০ রানে ৮ উইকেট পতন, হারে বিশ্বকাপ শুরু যুবাদের

হাতে ৮ উইকেট রেখে সে লক্ষ্য এমন বড় কিছু না। কিন্তু সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগার যুবারা। শেষ ৪০ রান তুলতেই পড়ে যায় ৮ উইকেট। তাতে দল থামে লক্ষ্য থেকে ১৮ রান দূরে। ভারতের বিপক্ষে হার দিয়েই শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন।

৪ দিন আগে