
ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৭ দল। অলিখিত ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রান তাড়ার শুরুতেই বিপদে পড়লেও ঠিকই ধাক্কা সামলে নেন কাওসার ও জারিফ সিয়াম। দলীয় ১ রানে ফেরেন ওপেনার নাঈম। দ্বিতীয় ৬৮ রানের জুটি গড়েন জারিফ-কাওয়সার।
তবে দলীয় ১ রানের ব্যবধানে দুজনে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কাওসারের ৩০ রানের বিপরীতে জারিফ করেন ৫১। তবে শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন আদৃত। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে ৩৩ রানের ইনিংস খেলা আকাশ ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার সঙ্গী ছিলেন ৩ রান করা জুনাঈদ।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মেন্ডিস।
এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন আকাশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তিনি। এমন কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন সানুল। ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাতিশা।

ঘরের মাঠে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৭ দল। অলিখিত ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রান তাড়ার শুরুতেই বিপদে পড়লেও ঠিকই ধাক্কা সামলে নেন কাওসার ও জারিফ সিয়াম। দলীয় ১ রানে ফেরেন ওপেনার নাঈম। দ্বিতীয় ৬৮ রানের জুটি গড়েন জারিফ-কাওয়সার।
তবে দলীয় ১ রানের ব্যবধানে দুজনে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কাওসারের ৩০ রানের বিপরীতে জারিফ করেন ৫১। তবে শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন আদৃত। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে ৩৩ রানের ইনিংস খেলা আকাশ ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার সঙ্গী ছিলেন ৩ রান করা জুনাঈদ।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মেন্ডিস।
এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন আকাশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তিনি। এমন কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন সানুল। ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাতিশা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।
৩ দিন আগে
মেসিকে ভালোভাবে দেখার জন্য যুব ভারতী স্টেডিয়ামে অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত-সমর্থক। সেখানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। সফরের প্রথম দিন ঠিক সকাল সাড়ে ১১টায় যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে ঘিরে জটলা তৈরি করেন।
৪ দিন আগে
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়।
৫ দিন আগে
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
১০ দিন আগে