অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০: ১৮
৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে ম্যাচ জয়ে ভূমিকা রাখেন মো. সবুজ। ছবি: এসিসি

দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন জাওয়াদ আবরার। সোমবার দুবাইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে লাল-সবুজ দল।

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন আবরার।

আগে ব্যাট করতে নেমে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মোহাম্মদ সবুজ নেন তিনটি উইকেট। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট শিকার করেন। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

দুটি ম্যাচে দুটি জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এখনও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তামিমকে নিয়ে মন্তব্য করায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

৪ দিন আগে

ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

৫ দিন আগে

টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে— এ দাবি অসত্য: বিসিবি

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

৭ দিন আগে

বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে বাংলাদেশকে— আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি বাংলাদেশকে।

৭ দিন আগে