অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০: ১৮
৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে ম্যাচ জয়ে ভূমিকা রাখেন মো. সবুজ। ছবি: এসিসি

দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন জাওয়াদ আবরার। সোমবার দুবাইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে লাল-সবুজ দল।

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন আবরার।

আগে ব্যাট করতে নেমে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মোহাম্মদ সবুজ নেন তিনটি উইকেট। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট শিকার করেন। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

দুটি ম্যাচে দুটি জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এখনও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়।

৩ দিন আগে

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগ্রেসরা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।

৮ দিন আগে

ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স

২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বসুন্ধরা স্ট্রাইকার্স ভালো শুরু করলেও, ম্যাচের মাঝের ওভারগুলোতে ছন্দ হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত জয় থেকে পিছিয়ে পড়ে।

১০ দিন আগে

আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, ব্রাজিলের মরক্কো— বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল

ড্রতে ‘জে’ গ্রুপে পড়েছে লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

১০ দিন আগে