
ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি’র পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএ’র পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোনেতসি মোসেকি এই সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।
হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় নিয়মিত ভিত্তিতে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ’র সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় দেশের ক্রিকেট বোর্ড একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি’র পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএ’র পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোনেতসি মোসেকি এই সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।
হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় নিয়মিত ভিত্তিতে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ’র সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় দেশের ক্রিকেট বোর্ড একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

গতকালের সভায় বিপিএল, আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলে ছিল। সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে নাজমুলের হাতে আগের দায়িত্ব তুলে দেওয়া হয়।
৬ দিন আগে
শিরোপা জয়ের সমীকরণ সামনে রেখে ম্যাচের শুরুতে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে ১২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।
৬ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিলগ্নে বোর্ড পরিচালকদের নিয়েও অনেক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
৬ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।
৬ দিন আগে