২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

ক্রীড়া ডেস্ক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। 

আজ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব চলবে। এরপর ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বিপিএল। 

প্লেঅফ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, ব্রাজিলের মরক্কো— বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল

ড্রতে ‘জে’ গ্রুপে পড়েছে লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

৭ দিন আগে

বিশ্বকাপের ড্র— সারা বিশ্ব তাকিয়ে কানাডার দিকে

এবার প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি যাবে শেষ ৩২-এ। ১২ গ্রুপের শীর্ষ দুটি করে দল মিলে সে সংখ্যা ২৪। বাকি আটটি দল আসবে কোথা থেকে? এ দলগুলো হবে মূলত গ্রুপ পর্বের সেরা তৃতীয় দলগুলো। হ্যাঁ, ১২ গ্রুপের তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে সেরা আটটি দল সঙ্গী হবে দ্বিতীয় রাউন্ডে।

৭ দিন আগে

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে স্টার্কের রেকর্ড

রেকর্ডের হাতছানি নিয়েই ব্রিজবেন টেস্টে নেমেছিলেন মিচেল স্টার্ক। ৪০ তম ওভারে এসে অপেক্ষা ফুরায় তাঁর। হ্যারি ব্রুককে আউট করে ওয়াসিম আকরামকে পেছনে ফেলে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন স্টার্ক।

৮ দিন আগে

বোলারদের নৈপুণ্যে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে সিরিজ জিততে টাইগারদের করতে হবে ১১৮ রান। রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান দু’জনেই তিনটি করে উইকেট নেন এদিন।

১০ দিন আগে