যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা কোচ জাকির

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির প্রথম জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকালে (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়।

দুপুরে মাঠে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে রণ করেন তিনি। এরপর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষেমৃত্যুব তার মরদেহ মাঠে আনা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এর আগে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিলন, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।

এদিকে দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকি অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি জাকির পরিবারের সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেও অভিহিত করেছে তারা।

২ দিন আগে

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

নেপালের কাঠমান্ডুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

৩ দিন আগে

বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা চালিয়ে যাবে আইসিসি: বিসিবি

আইসিসির এ প্রতিনিধির সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষে বিসিবি জানিয়েছে, দুপক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিসিবি বাংলাদেশের পক্ষে ভারতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। লজিস্টিক্যাল সমন্বয় ন্যূনতম রাখতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

৪ দিন আগে

৪০ রানে ৮ উইকেট পতন, হারে বিশ্বকাপ শুরু যুবাদের

হাতে ৮ উইকেট রেখে সে লক্ষ্য এমন বড় কিছু না। কিন্তু সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগার যুবারা। শেষ ৪০ রান তুলতেই পড়ে যায় ৮ উইকেট। তাতে দল থামে লক্ষ্য থেকে ১৮ রান দূরে। ভারতের বিপক্ষে হার দিয়েই শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন।

৪ দিন আগে