
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটারদের আন্দোলনের মুখে অবশেষে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের স্থানীয় একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।
বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ডের অধীনে থাকা সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে বিসিবি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে বিসিবি আশা প্রকাশ করে যে, এই চ্যালেঞ্জিং সময়ে দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে সকল ক্রিকেটার সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা প্রদর্শন করবেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটারদের আন্দোলনের মুখে অবশেষে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের স্থানীয় একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।
বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ডের অধীনে থাকা সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে বিসিবি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে বিসিবি আশা প্রকাশ করে যে, এই চ্যালেঞ্জিং সময়ে দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে সকল ক্রিকেটার সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা প্রদর্শন করবেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।
১ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধ সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ দিন আগে
কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এবার মোস্তাফ
৩ দিন আগে
তারা আরও জানায়, ‘বিসিবি আইইউ আইসিসির প্রচলিত দুর্নীতিবিরোধী নীতির অধীনে সাধারণ প্রক্রিয়া অনুসারে কাজ করে। তাই কোন খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার অধিকার লঙ্ঘন করা হয়নি। এই প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে সন্দেহজনক কর্মকান্ড সতর্কতা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে।
৪ দিন আগে