প্রয়াত পোপ ফ্রান্সিসের দেশ আর্জেন্টিনায় ৭ দিনের শোক

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১: ৪০
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের স্যান কায়েতানো চার্চে ২০০৯ সালের ৭ আগস্ট এক সমাবেশে বক্তব্য দেন কার্ডিনাল জর্জ মারিও বারগোগ্লিও, যিনি পরে আর চার বছর পরেই আর্জেন্টিনা ও লাতিন আমেরিকা থেকে প্রথম পোপ নির্বাচিত হন। ছবি: এপি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তার নিজ দেশ আর্জেন্টিনায় এক সপ্তাহের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। কেবল আর্জেন্টিনা নয়, গোটা লাতিন আমেরিকা থেকে তিনিই প্রথম ও একমাত্র পোপ নির্বাচিত হয়েছিলেন।

সোমবার (২১ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই শোক পালনের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

এদিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবার সেন্ট পিার্ট ব্যাসিলিকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভ্যাটিক্যানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।

৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩ শ বছর পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। আর্জেন্টিনাসহ গোটা দক্ষিণ আমেরিকায় তাকে অপরিসীম গর্বের প্রতীক হিসেবে দেখা হয়।

দক্ষিণ আমেরিকায় বিশ্বের প্রায় ২৮ শতাংশ ক্যাথলিক খ্রিষ্টানের বসবাস। আর্জেন্টিনার জনসংখ্যারও বেশির ভাগ ক্যাথলিক খ্রিষ্টান। পোপের মৃত্যুতে দেশটিতেও তীব্র শোক নেমে এসেছে।

পোপ ফ্রান্সিসের মূল নাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম তার। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। পরে দর্শন ও ধর্মতত্ত্বে পড়ালেখা শেষে ১৯৬৯ সাল ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি।

আরও পড়ুন-

পোপ ফ্রান্সিসের জীবনাবসান

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইএইএর সঙ্গে সব সহযোগিতা স্থগিত করল ইরান

ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। একইসঙ্গে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিশ্বের উদ্বেগ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

১ দিন আগে

ট্রাম্প-নেতানিয়াহুকে একাধিকবার কিনতে পারবেন খামেনি

গোটা মুসলিম বিশ্ব যখন নির্যাতন ও দমননীতির ছায়ায় নতজানু, তখন ইরানের মিম্বার থেকে ধ্বনিত হয় প্রতিরোধের আহ্বান। আয়াতুল্লাহ আলি খামেনি—ইরানের সর্বোচ্চ নেতা—নিজ ভাষণে গাজার মুসলমানদের পক্ষে উচ্চারণ করেন সোচ্চার বক্তব্য, যেখানে আরব বিশ্বের অনেক শাসক থাকেন নীরব ও নিষ্ক্রিয়।

১ দিন আগে

উত্তরসূরি ঐতিহ্য ধরে রাখবে— জানালেন দালাই লামা

প্রথমবারের মতো নিজের উত্তরসূরি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শত শত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।

১ দিন আগে

জাপানকে ৩৫% শুল্কের হুমকি ট্রাম্পের

গত ২ এপ্রিল ট্রাম্প তথাকথিত ‘লিবারেশন ডে’তে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন। সে তুলনায় ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক অনেকটাই বেশি হবে।

২ দিন আগে