পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে সামরিক আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে দায়িত্ব পালনকারী ফয়েজ হামিদকে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা’ এবং ‘বেআইনিভাবে ব্যক্তির ক্ষতি সাধন’-এর অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে সেনাবাহিনীর জনসংযোগ উইং এক বিবৃতিতে জানিয়েছে।

২০২৩ সালে প্রকাশিত সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এক বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর অভিযোগ রয়েছে।

গোয়েন্দা প্রধানের পদকে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর অবস্থান হিসেবে বিবেচনা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ফয়েজ হামিদকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ঘোষিত রায়ে তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফয়েজ হামিদ ছিলেন ইমরান খানের কট্টর সমর্থক। বিশেষজ্ঞদের মতে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমর্থন হারানোর পর অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।

সেনাপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ফয়েজ হামিদ ইমরান খানের ক্ষমতা হারানোর কয়েক মাস পর আগাম অবসর নেন।

পরে তার বিরুদ্ধে পাকিস্তান আর্মি অ্যাক্ট লঙ্ঘনের ‘বহু ঘটনার’ অভিযোগ আনা হয় এবং তাকে সব পদমর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রুশ সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি মেরামত হওয়া বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে, তবে দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় বেসামরিক হতাহতের আশঙ্কা নেই।

২ দিন আগে

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি

সুশাত্যো জানান, ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা জানতে দমকল কর্মীরা এখনও তল্লাশি চালাচ্ছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে সবার চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মরদেহের পরিচয় নিশ্চিত করার বিষয়টি।

২ দিন আগে

কম্বোডিয়ার সেনাদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পদক্ষেপ নিচ্ছে থাইল্যান্ড

বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এতে দুই দেশের কমপক্ষে সাতজন নিহত হয়েছেন৷ এ সীমান্তে নিজেদের ভূখণ্ড থেকে কম্বোডীয় বাহিনীকে সরিয়ে দিতে অভিযান চালাবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলা

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।

৩ দিন আগে