মার্কিন সরকারে শাটডাউনে ৩৭ দিনেও হয়নি সুরাহা

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন সরকারে শাটডাউন নিরসনে ৩৭ দিনেও হয়নি কোনো সুরাহা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দীর্ঘ বৈঠক শেষেও রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি। এমনকি রিপাবলিকানরা সরকারি সংস্থা পুনরায় চালুর অংশ হিসেবে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের প্রস্তাব দিলেও ডেমোক্র্যাটরা তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিপাবলিকানদের দখলে সিনেটে ৫৩টি আসন থাকলেও সরকার পুরোপুরি কার্যকর করতে ৬০টি ভোট প্রয়োজন। এক রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় এখন অন্তত আটজন ডেমোক্র্যাটকে দলীয় অবস্থানের বিপরীতে ভোট দিতে হবে। এখন পর্যন্ত কেবল দুই ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

শাটডাউন নিরসনে এখন পর্যন্ত ১৪টি আলোচনা ব্যর্থ হলো। সিনেটের তরফে শুক্রবার একটি স্বল্পমেয়াদি বাজেট প্রস্তাবে ভোট হতে যাচ্ছে। পরিকল্পনা হলো, এই বিলটি পরবর্তী সময়ে সংশোধন করে দ্বি-দলীয়ভাবে ফেডারেল সংস্থাগুলো পুনরায় চালু ও কিছু কর্মসূচির পূর্ণ বরাদ্দ অনুমোদন করা হবে।

রিপাবলিকানরা জানিয়েছে, তারা একটি স্বল্পমেয়াদি বাজেট এবং পূর্ণ বর্ষের বরাদ্দ প্যাকেজের সমন্বয়ে সরকার পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। এতে কৃষি খাতের খাদ্য সহায়তা, সামরিক নির্মাণ, সাবেক সেনা বিষয়ক বিভাগ এবং আইনসভার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

সিনেটর জন থুন সাংবাদিকদের বলেন, আমার আশা এবং প্রত্যাশা, যথেষ্টসংখ্যক ডেমোক্র্যাট প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তবে সিনেটর জন ফেটারম্যান বলেন, আমি জানি না, ওই বৈঠক কতটা ফলপ্রসূ ছিল। ফেটারম্যান তিন ডেমোক্র্যাট সদস্যের একজন, যিনি স্বল্পমেয়াদি তহবিল বিলের পক্ষে ছিলেন।

এবারের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলছে। এতে প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করতে বা ছুটিতে থাকতে বাধ্য হয়েছেন, লাখো শিশু সরকারি খাদ্য সহায়তা বঞ্চিত হচ্ছে।

এদিকে বেতন না পাওয়ায় ফ্লাইট নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা বিকল্প চাকরি সন্ধান করছেন। ফলে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলোয় ফ্লাইট সংখ্যা ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নির্দেশ ট্রাম্পের!

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরপশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। আইএস যোদ্ধারা নিরীহ খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু

১২ ঘণ্টা আগে

ওসমান হাদিকে হত্যা: ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রেরও ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা

১ দিন আগে

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে মাথায় গুলি করে হত্যা

হামলাকারীরা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর পর দানিশকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে। গুলি করার ঠিক আগে এক হামলাকারী দানিশকে উদ্দেশ করে বলেন, ‘তুমি এখনো আমাকে চেনো না, এবার চিনবে।’

১ দিন আগে

বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে ‘গণপিটুনি’ দিয়ে হত্যা

গত ৫ ডিসেম্বরের রাতে ঘটনা নিয়ে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন মুহাম্মদ আতাহার হুসেইনের স্ত্রী শবনম পারভিন। ওই রাতে ৪০ বছর বয়সি মুহাম্মদ আতাহার হুসেইনকে বিহারের নাওয়াদা জেলায় রোহ অঞ্চলের ভট্টা গ্রামে নৃশংসভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় বিহার শরিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসে

২ দিন আগে