পাকিস্তানে স্কুলবাসে হামলায় নিহত ৬, সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার হামলার শিকার হয় স্কুলবাসটি। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ছবি: দ্য ডন

পাকিস্তানের বালুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ তুলেছে পাকিস্তান। তবে ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ মে) খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয়জন নিহত হয়। আরও ৪২টি শিশু আহত হয় ওই হামলার শিকার হয়ে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি সেনাবাহিনীও এমন হামলার নিন্দা জানায়। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার জন্য ভারতকে দায়ী করা হয়।

পরে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, খুজদারের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করছে।

পাকিস্তান তাদের নিজেদের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে— এক ব্রিফিংয়ে এমন মন্তব্যও করেন জয়সওয়াল।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, স্কুল বাসে হামলার ওই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তর থেকে বিবৃতিতে দেওয়া হয়। বিবৃতিতে এ ঘটনায় জড়িত সন্ত্রাসী ও তাদের সহযোগীদের খুঁজে বের করার প্রত্যয় জানানো হয়।

ওই বিবৃতিতেই আরও বলা হয়, ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সহযোগীরা (ফিতনা আল হিন্দুস্তান) এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, যেখানে সহযোগিতা করেছে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার প্রক্সি শক্তিরা। তারা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলতে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ব্যর্থ প্রয়াস নিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাস গভীর খাদে, কলম্বিয়ায় ১৭ শিক্ষার্থীর প্রাণহানি

মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের ওই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করতে গিয়েছিল। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছর।

১১ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় বন্দুকধারী বাবা-ছেলের গুলিতে নিহত ১৫

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। হামলায় জড়িত দুজনের নাম তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি। তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি না, সে বিষয়টিও স্পষ্ট করেননি।

১২ ঘণ্টা আগে

যুদ্ধ অবসানে ‘সংলাপে’ প্রস্তুত জেলেনস্কি

তিনি আরো বলেন, বার্লিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ। আমরা মার্কিনিদের সঙ্গে এবং ইউরোপীয়দের সঙ্গে বৈঠক করছি এবং আজ ও আগামীকাল এই বৈঠকগুলো বার্লিনে হচ্ছে।

১ দিন আগে

সিডনির সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

অস্ট্রেলিয়ার সিডনি শহরের জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলার পর পুরো সিডনি শহরজুড়ে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১ দিন আগে