গাজায় ট্রাম্পের শান্তি পরিষদে আমন্ত্রণ ভারত-পাকিস্তানকে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের কোনোটিই এ উদ্যোগে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

ইসরায়েলি গণমাধ্যম আই২৪নিউজ এ খবর দিয়েছে। এর আগে জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, তুরস্ক, মিশরসহ অনেক দেশই ট্রাম্পের এ উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিল। তবে এ উদ্যোগে কোন কোন দেশ অংশ নিচ্ছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

দীর্ঘ দিন ধরে চলে আসা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন। তিনি নিজে এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন৷ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নাম ঘোষণা করা হয়েছে এ বোর্ডের সদস্য হিসেবে৷

এই বোর্ডের সনদটি এরই মধ্যে বিশ্বের অন্তত এক ডজন রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হয়েছে। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এই বোর্ডের সদস্য হতে পারেন। এ ছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অন্তত ৬০টি দেশকে।

নয়াদিল্লি এ আমন্ত্রণ পেয়েছে বলে ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আই২৪নিউজকে নিশ্চিত করেছেন। তবে ভারত এ আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্পের এ উদ্যোগে যোগ দেবে কি না, সেটি স্পষ্ট করেননি ওই কর্মকর্তা।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, গাজায় শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ যুক্ত থাকবে।

ট্রাম্পের এই শান্তি পরিষদ সংক্রান্ত নথিতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবেই গড়তে চাইছেন তার ‘বোর্ড অব পিস’কে, যারা গাজা সংঘাত দিয়ে শুরু করলেও পরে বৈশ্বিক বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত নিরসনে কাজ করবে।

এর আগে জর্ডান, গ্রিস ও সাইপ্রাসসহ কয়েকটি দেশ মার্কিন প্রেসিডেন্টের এই পরিষসে আমন্ত্রণ পাওয়ার তথ্য নিশ্চিত করেছিল। কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও জানিয়েছিল আমন্ত্রণ পাওয়ার কথা। তবে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এ বোর্ডে যোগ দেওয়ার তথ্য জানায়নি। তালিকা প্রকাশ করা হয়নি ট্রাম্পের পক্ষ থেকেও।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের গাজা শান্তি পরিষদে আমন্ত্রণ, আলোচনা করবেন পুতিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন এ উদ্যোগে অংশ নিতে পুতিনকে আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের সব দিক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে চায় মস্কো।

৩ ঘণ্টা আগে

নোবেল না পাওয়ায় ফের নরওয়েকে দায়ী করলেন ট্রাম্প

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টর জানিয়েছেন, তার ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি ওই টেক্সট মেসেজটি পেয়েছেন। তবে নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। এর সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই।

৪ ঘণ্টা আগে

নোবেল না পাওয়ায় শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর 'শুধু শান্তির কথা ভেবে' চলতে বাধ্য নন। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন, নরওয়েজীয় নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি এখন শান্তির চিন্তা করার বিষয়ে আর কোনো 'দায়বদ্ধতা'

১৭ ঘণ্টা আগে

ইরানে প্রাণহানি বেড়ে ৫ হাজার, বিক্ষোভে বিদেশি শক্তির 'ইন্ধন' দেখছে সরকার

ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভের সময় ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরা’ নিরীহ ইরানিদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়েছে। তার দাবি, সহিংসতার বড় একটি অংশ পরিকল্পিত ছিল এবং এর পেছনে বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

১ দিন আগে