সাদা পতাকা উড়িয়ে ভারত আত্মসমর্পণ করেছে, দাবি পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মে ২০২৫, ১৬: ২৪

পাকিস্তানের শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে ভারত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একটি চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে, এমনটাই দাবি করেছেন পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন।

মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “ভারত কার্যত পরাজয় স্বীকার করেছে।”

সেই সঙ্গে তিনি পুনরায় অভিযোগ করেন, ভারত এখনো পাহালগাম হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দিতে পারেনি।

তারার আরও অভিযোগ করেন, ভারতের বিমান হামলাগুলো পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে নিরীহ বেসামরিক জনগণের ওপর চালানো হয়েছে।

সূত্র মতে, ভারতীয় সেনাবাহিনী এলওসি'র চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উত্তোলন করেছে।

ভারত পাঁচটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে আহমদপুর ইস্ট ও মুরিদকে রয়েছে—দুইটি এলাকাই পাকিস্তানের ভেতর অনেকটা গভীরে অবস্থিত। ২০১৯ সালের পর এবারই প্রথম এমন হামলা চালানো হলো।

পাকিস্তান এই হামলাকে “কাপুরুষোচিত ও উসকানিমূলক” বলে আখ্যা দিয়ে জানায়, রাতের আঁধারে বেসামরিক এলাকায় আঘাত হানলেও ভারতীয় বাহিনী পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে।

মূলত সাদা পতাকা উত্তোলন করাকে ‘আত্মসমর্পণের’ একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতিতেও গাজায় ভয়াবহ হামলা, নিহত ২৮

এদিকে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানায়, বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী, সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল। কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে হামলা।

২ দিন আগে

জামাল খাসোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি যুবরাজের ‘পক্ষে’ ট্রাম্প

খাসোগি হত্যায় সালমানের সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্রাউন প্রিন্স (যুবরাজ সালমান) এ সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।’

২ দিন আগে

অন্ধ্রপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ৭

অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে একজন মেট্টুরি জোগা রাও। তিনি টেক শঙ্কর নামে পরিচিত।

২ দিন আগে

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৭০ ভবন

সংস্থাটি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

৩ দিন আগে