top ad image
top ad image
home iconarrow iconফিচার

সাহিত্য

বার্নার্ড শর মাথাব্যথ্যা

বার্নার্ড শর মাথাব্যথ্যা
জর্জ বার্নার্ড শ

আইরিশ সাহিত্যিক জর্জ বার্নাড শ ও উত্তর মেরুর আবিষ্কারক নরওয়েজিয়ান ভূ-পর্যটক ফ্রিৎজোফ নানসেনের মধ্যে একবার এক মজার আলাপ জমেছিল।

তবে এই আলাপের পেছনে একটা কারণ আছে। বার্নাড শ প্রায়ই মাথাব্যথায় ভুগতেন। বলতে গেলে প্রায় সত্তর বছর তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল।

তাই আলাপের শুরুতেই বার্নাড শ নানসেনকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, আপনি মাথা ধরার কোনো ওষধ আবিষ্কার করেছেন?

নানসেন বিজ্ঞানী নন, ওষুধ আবিষ্কার চিকিঃসাবিজ্ঞানীদের কাজ। নানসেন ভূ-পর্যটক, তাঁর কাছে এমন প্রশ্ন করায় তাই অবাক হলেন নানসেন। তবে বার্নাড শর মতো মানুষ যখন এমন প্রশ্ন করেন, তখন নিশ্চয়ই কারণ আছে!

বিস্ময়ভরা কণ্ঠে নানসেন বলেছিনে, ‘না তো! কিন্তু হঠাৎ এ প্রশ্ন?’

জবাবে বার্নাড শ বললেন, ‘কী আশ্চার্য! উত্তর মেরু আবিষ্কারের জন্য সারাজীবন কাটালেন। অথচ পৃথিবীর কাছে তার মূল্য দু পয়সাও নয়।

r1 ad
r1 ad