কিভাবে?
রাত-দিন এক করে কাজ করেন হাউই। কাজ করতে করতেই একসময় ঘুম আসে দু’চোখে। কিন্তু ঘুমিয়েও শান্তি নেই, দুঃস্বপ্ন তাড়া করে ফেরে। একদিন তেমনই এক দুঃস্বপ্ন আশীর্বাদ হয়ে আসে হাউইয়ের জন্য।
হাউই দেখেন জঙ্গলে ঘুরতে গিয়ে একদল জংলির হাতে ধরা পড়েছেন। তারা বন্দি করে নিয়ে যায় তাদের আস্তানায়। বিচার হবে। টেনিদাকে যেভাবে জঙ্গলে আটক করেছিল জংলিরা, সে রকম জংলি। ভয়ংকর তাদের বেশভূষা। হাতে আদিকালের অস্ত্র—বর্ষা, তির-ধনুক। বেচাল দেখলেই হাউয়ের বুকে বিঁধবে সেসব।
জংলির সর্দার হাঁকডাক দিয়ে বিচার বসিয়েছে। তাদের ডেরায় সভ্য মানুষের পদার্পণ মোটেও পছন্দ করে না জংলিরা। ঘচাং ফুঁ করে হয়তো গলাটাই নামিয়ে দেবে। জংলির সর্দার ভয়ংকর-নির্দয়। তবু হাউইকে একটা সুযোগ দিল। হাতে মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যেই বানিয়ে ফেলতে হবে সেলাই মেশিন। যদি বানাতে পারেন তবেই প্রাণে বাঁচবেন হাউই। কিন্তু যদি ব্যর্থ হন, তাহলে গর্দান যাবে।
হাউই ভয়ে কাঁপতে কাঁপতেই সেলাই মেশিন বানাতে বসলেন। অনেক সময় দেখা যায়, বাস্তবে না পারলেও, স্বপ্নে ঠিকই কাজটা করা যায়। কিন্তু হাউই পারলেন না। বাস্তবের মতো স্বপ্নেও ব্যর্থ হলেন। অনেক চেষ্টা করেও কাজ হলো না। একসময় জংলির সর্দারের বেঁধে দেওয়া সময়ও শেষ হয়ে গেল। এবার মরার পালা।
জংলির সর্দার মহা খাপ্পা। তার আদেশে জংলিরা সব বর্শা-বল্লম নিয়ে তেড়ে এলো। প্রথমেই একটা বর্শা ছুটে এলো তাঁর দিকে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও হাউই বর্শাটা খেয়াল করলেন। আর দশটা সাধারণ বর্শার মতো নয়। এর চ্যাপ্টা ফলাটার মাঝখানে ছিদ্র।
ফলাটা বুকে এসে বেঁধার আগেই ঘুম ভেঙে যায় হাউয়ের। সেই দুঃস্বপ্ন থেকেই পেয়ে যান দারুণ এক বুদ্ধি। এত দিন তিনি ভুল সুচ ব্যবহার করেছেন, যার পেছনের দিকটা চ্যাপ্টা, সেখানে ছিদ্র করা। এবার তিনি সুচের পেছন দিকে নয়, সামনের দিকটা চ্যাপ্টা করে ফলার মতো আকার দিলেন। তারপর সেই চ্যাপ্টা অংশে ছিদ্র করে তৈরি করলেন সেলাই মেশিনের উপযোগী সুই। পরে ব্যাপক জনপ্রিয় সিঙ্গারের তৈরি সেলাই মেশিনেও একই রকম সুচ ব্যবহার করা হয়।
',tags:[{name:"বিজ্ঞান",slug:"Science",id:139,tagtitle:"",tagdescriptions:"",image:null,meta_title:"",meta_descriptions:""},{name:"বিজ্ঞানী",slug:"scientists",id:141,tagtitle:"",tagdescriptions:"",image:null,meta_title:"",meta_descriptions:""},{name:"আবিষ্কারের গল্প",slug:"invention-history",id:146,tagtitle:"",tagdescriptions:"",image:null,meta_title:"",meta_descriptions:""}],news_slug:"5tutd34nea",story_type:"Story",watermark:null}}},video:{},photo:{},home:{loading:"IDLE",collections:[],error:null},section:{},tag:{},author:{}}