top ad image
top ad image
home iconarrow iconফিচার

শিল্প-সাহিত্য

সমাচার দর্পন: সাংবাদিকতা চর্চার পথপ্রদর্শক

সমাচার দর্পন: সাংবাদিকতা চর্চার পথপ্রদর্শক
সমাচার দর্পন পত্রিকার প্রথম পাতা

বাংলাভাষার প্রথম সংবাদপত্রটির নাম জানেন?বাংলাভাষার প্রথম সংবাদপত্রটির নাম জানেন?

সমাচার দর্পন। এটা চালু করেন শ্রীরামপুরের মিশনারিগণ। এই পত্রিকা চালু করার মধ্য দিয়ে এদেশের সাংবাদিকতাচর্চার দ্বার খুলে যায়।

এটিই প্রথম বাংলা সংবাদপত্র। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮১৮ সালের ২৩ মে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এই পত্রিকাটি অত্যন্ত গুরুত্ববহ। সমাচার দর্পণ প্রথম প্রকাশের দিনটি ছিল শনিবার।

সম্পাদক হিসেবে মার্শম্যানের নাম ছাপা হলেও প্রকৃতপক্ষে সে সময়কার খ্যাতিমান বাঙালি পণ্ডিতরা এই পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। এদের মধ্যে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমণি প্রমুখ। পত্রিকাটি যথেষ্ট মানসম্পন্নভাবে প্রকাশে তাঁরা ছিলেন সচেষ্ট।

প্রকাশক-পরিচালকরা নানা রকম পরীক্ষা-নিরীক্ষাও করেন। যেমন: ফারসি সংস্করণ প্রকাশ, দ্বিভাষিক অর্থাৎ বাংলা ও ইংরেজি রূপে প্রকাশ, বুধ ও শনিবার সপ্তাহে দুই দিন। ফারসি সংস্করণটি বেশি দিন স্থায়ী হয়নি এবং বুধবারের সংখ্যাটিও অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। সমাচার দর্পণে প্রকাশিত হতো দেশ-বিদেশের নানা খবর, ব্যবসা-বাণিজ্য ও শিল্প, আইন, নতুন আবিষ্কার, বই-বিবরণ, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ইত্যাদি নানা বিষয়।

প্রথম প্রকাশের পর প্রথম তিন সপ্তাহ পত্রিকাটি বিনামূল্যে বিতরণ করা হয়। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ করা হয় প্রতি মাসে দেড় টাকা। প্রায় ২৩ বছর ধারাবাহিকভাবে প্রকাশের পর ১৮৪১ সালের ২৫ ডিসেম্বর সমাচার দর্পণ বন্ধ হয়ে যায়। উনবিংশ শতকে বাংলা ভাষা ও সাহিত্যের নবজাগরণে সমাচার দর্পণের যথেষ্ট অবদান ছিল।

r1 ad
r1 ad