বিজ্ঞান
ওর্ট ক্লাউড কী?
সৌরজগতের বাইরে গোলাকার মেঘ। এমনকি কাইপার বেষ্টনী ছাড়িয়ে রয়েছে মেঘের রাজত্ব। ওর্ট মেঘ প্রায় দুই ট্রিলিয়ন বরফ ও পাথুরে বস্তু দিয়ে করে।
আমাদের সৌরজগত ছাড়িয়ে আরও ওর্ট ক্লাউডের দেখা পাওয়া যেতে পারে।
সৌরজগতের সীমানার খুব কাছে বা একদম সীমানাতেই এই মেঘের দেখা পাওয়া যায়। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, বেশিরভাগ ধূমকেতুর সৃষ্টি এমন ওর্ট মেঘ থেকেই।