top ad image
top ad image
home iconarrow iconফিচার

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়

৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়। দেশের সর্ব উত্তরের এই জেলায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকলেও রোদ উঠলে তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রিতে ওঠানামা করে। আজ বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে থাকলেও ছিল না কুয়াশা।

এর আগে গত ১৩ ডিসেম্বর চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও তা বেড়ে ৯ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর সকাল ১০ দশমিক ৫ ডিগ্রি, ২ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ৩ ডিসেম্বর ১১ ডিগ্রি, ৪ ডিসেম্বর ১১ দশমিক ৪ ডিগ্রি, ৫ ডিসেম্বর ১২ ডিগ্রি, ৬ ডিসেম্বর ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি, ১২ ডিসেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সারা দেশের মতো পঞ্চগড়ের রাতের তাপমাত্রা অনেকটাই কমে ৯ ডিগ্রির ঘরে নেমে আসছে।

এ নিয়ে গত ছয়দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রিতে গিয়ে দাঁড়াচ্ছে।

r1 ad
r1 ad