ঢাকার বাতাসের মান আজও ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় সারাজেভোর স্কোর ৫০৪। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।
৪৫৩ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। বাতাসের মানসূচকে যা ‘দুর্যোগপূর্ণ’। অন্যদিকে ৩০৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে সেনেগালের রাজধানী ডাকার। এই স্কোরকেও ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।
বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
বায়ুদূষণে ৪র্থ ও ৫ম অবস্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের রাজধানী ঢাকা। শহর ২টির স্কোর যথাক্রমে ২৬৪ ও ২০৫। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।