বইমেলায় পাঞ্জেরীর সৃজনশীল বইয়ের সমৃদ্ধ সম্ভার

শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা, একুশে বইমেলা। অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পাঞ্জেরী পাবলিকেশন্স নিয়ে এসেছে সব বয়সের, সব শ্রেণির পাঠকের জন্য সৃজনশীল বইয়ের এক সমৃদ্ধ সম্ভার।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের প্রকাশক কামরুল হাসান শায়ক বলেন, ‘অমর একুশে বইমেলা দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব, বাঙালির প্রাণের ঐতিহ্যবাহী মেলা। এটি পাঠক-লেখক এবং প্রকাশকের বৃহত্তম মিলনমেলা।’
‘আমরা বিশ্বাস করি, আগামীর পৃথিবী হবে বইয়ের পৃথিবী। এই পৃথিবী নির্মাণে মানসম্মত বই প্রকাশের পাশাপাশি পাঠাভ্যাস আন্দোলনকে বেগবান করে শক্তিশালী রিডিং সোসাইটি গড়ে তুলতে পাঞ্জেরী নিরলস কাজ করে যাচ্ছে,’ বলেন কামরুল হাসান শায়ক।
পাঞ্জেরী পাবলিকেশন্স জানিয়েছে, স্বনামধন্য সাহিত্যক, শিক্ষাবিদ, গবেষক থেকে প্রতিশ্রুতিশীল তরুণ লেখকবৃন্দের পাঞ্জেরী থেকে প্রকাশিত বৈচিত্র্যময় অনন্য গ্রন্থসম্ভারে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, ভ্রমনকাহিনি, সমালোচনা ও গবেষণাধর্মীসহ সব ধরনের বই।
পরিণত পাঠকের পাশাপাশি শিশু-কিশোরদের মানবিক-নান্দনিক বিকাশে সৃজনশীল বইয়ের সমৃদ্ধ সম্ভার রয়েছে পাঞ্জেরীর। বয়সভিত্তিক বইয়ের এই তালিকায় শিশুদের একদম শুরুর পাঠ বর্ণমালা শিক্ষা, ছবি আঁকা থেকে শুরু করে রয়েছে ছড়া-কবিতা, গল্প, কমিক্স সিরিজ, শিশুতোষ ও কিশোর ক্লাসিক সিরিজ, নীতিগল্প, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনি, রূপকথার গল্পসহ মজাদার বিচিত্র গ্রন্থ।
একুশে বইমেলায় পাঞ্জেরী প্রকাশিত সকল বই পাওয়া যাবে ২৯ নম্বর প্যাভিলিয়নে।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল হক বলেন, ‘আমাদের এই পথচলায় প্রতিবছরের মতো এবছরও সবার পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করি। আশা করি বইপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে বইয়ের প্রসারে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।’