top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

স্টেডি স্টেট থিওরি কী?

স্টেডি স্টেট থিওরি কী?

ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস জিনস ১৯২০ সালে তত্ত্বটি প্রথম উত্থাপন করেন। মহাবিশ্বের উৎপত্তি ও অবস্থার প্রতিদ্বন্দ্বী বিগ ব্যাং তত্ত্বের বিরুদ্ধে লড়তে এই তত্ত্বের সম্প্রসারণ বা সংশোধনে উন্নয়ন ঘটান ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল এবং তাঁর সহকর্মীরা।

স্থির-স্থিতি তত্ত্ব অনুসারে— সম্প্রসারণেরত এই মহাবিশ্বে প্রতিনিয়ত নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে।

নতুন নক্ষত্র, নতুন গ্যালাক্সি গড়ছে তালে তালে। এই সম্প্রসারণে পুরানো মহাকর্ষীয় বস্তুগুলো পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। স্থির-দশার এই মহাবিশ্বের রয়েছে নির্দিষ্ট ধ্রুব গড় ঘনত্ব।

যেখানে সময়ের শুরু বা শেষ বলতে কিছু নেই। যদিও এই তত্ত্বের এখন আর কোনও দাম নেই।

r1 ad
r1 ad