বিজ্ঞান
চাঁদের বুড়ি আসলে কী?
চাঁদের পৃষ্ঠে বেসাল্টিক লাভার এলাকা। ব্যাসাল্ট হলো একটা কালচে-ধূসর আগ্নেয় শিলা।
শুরুতে জ্যোতির্বিজ্ঞানীরা ভুলে এগুলোকে পানির এলাকা হিসাবে চিহ্নিত করেছিলেন। এবং নামকরণ করা হয়েছিল ম্যারে। এই ল্যাটিন শব্দটির অর্থ সমুদ্র।
ম্যারে নুবিয়াম, ‘সি অব ক্লাউডস বা মেঘের সমুদ্র’ এবং ম্যারে সেরেনিটাটিস, ‘সি অব সিরেনিটি বা শান্ত-সাগর’-সহ এরকম বেশ কয়েকটি অঞ্চল রয়েছে।
একসাথে এসব অঞ্চল চাঁদের পৃষ্ঠের প্রায় ১৬ শতাংশ গঠন করে। চাঁদে অন্ধকার অঞ্চল হিসাবে খালি চোখে দেখা যায় এগুলোই।
কিছু সংস্কৃতি/সাহিত্যে ‘চাঁদের মানুষ’, ‘চাঁদের বুড়ি’ বলে ডাকা ।