top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

মশা কাদের বেশি কামড়ায়?

মশা কাদের বেশি কামড়ায়?
কিছু মানুষকে মশা বেশি কামড়ায়

দেখা যায়, একই পরিবারের একজনকে অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায়। মোটামুটি ২০ শতাংশ মানুষ অন্যদের চেয়ে বেশি মশার কামড়ের শিকার হন।দেখা যায়, একই পরিবারের একজনকে অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায়। মোটামুটি ২০ শতাংশ মানুষ অন্যদের চেয়ে বেশি মশার কামড়ের শিকার হন।

এর কারণ বংশগত।আরও নির্দিষ্ট কারণ জিনগত কারণ। অন্যসব স্তন্যপ্রাণীর মতো মানুষও প্রশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। কার্বন ডাইঅক্সাইডই আসলে মশাকে আকর্ষণ করে। কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি টের পেলেই মশা আশেপাশে মানুষ আছে তা বুঝে যায়।

সবার শরীর থেকে কার্বন ডাই অক্সাইড নিঃস্বরণের হার সমান নয়।জিনগত কারণেও কিছু কিছু মানুষের শরীরর থেকে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড বেশি নিসৃত হয়। আর যাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হয়, তাদেরই মশা বেশি কামড়ায়। অন্যদিকে স্বাভাবিক নারীদের চেয়ে গর্ভবতী নারীদের মশা বেশি কামড়ায়। কারণ একই, স্বাভাবিক অবস্থার তুলনায় গর্ভাবস্থায় নারীদের শরীর থেকে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাই তাদেরকেও মশা বেশি কামড়ায়।

তবে শুধু কার্বন ডাই অক্সাইডই নয়, মশায় বেশি কামড়ানোর আরও কিছু কারণ আছে। সেগুলো নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে।

r1 ad
r1 ad