top ad image
top ad image
home iconarrow iconফিচার

কাজে ডুবে থাকতে চান নুসরাত ফারিয়া

কাজে ডুবে থাকতে চান নুসরাত ফারিয়া

বিয়ের জন্য কেমন পাত্র চান নুসরাত ফারিয়া—সম্প্রতি সামাজিক মাধ্যম সয়লাব বিষয়টি নিয়ে। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও হয়েছে সংবাদ। ফলে বিরক্ত ঢালিউডের বিউট ইউথ ব্রেইন নুসরাত ফারিয়া। সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন, আপাতত তার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

রোববার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুকে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’

এরপর এ তারকা লেখেন, ‘কয়েকদিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’

এর আগে এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই। এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।’

এরপর থেকেই মূলত চর্চার শুরু। তারই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে সরব হলেন অভিনেত্রী। জানালেন প্রতিক্রিয়া।

r1 ad
r1 ad