top ad image
top ad image
home iconarrow iconফিচার

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

গুণী অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৯ বছর। স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেলেন তিনি।

পরিচালক কাজল আরেফিন অমি পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’

জানা গেছে, মারা যাওয়ার আগে এই অভিনেত্রী আই সি ইউ তে লাইফ সাপোর্টে ছিলেন। চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

r1 ad
top ad image