top ad image
top ad image
home iconarrow iconফিচার

অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই

অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। মাত্র ৫৬ বছর বয়সে এই জনপ্রিয় গিটারবাদকের মৃত্যুতে শোক নেমে এসেছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গনে।

শুক্রবার (২০ ডিসেম্বর) পিকলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অর্থহীনের সাবেক ড্রামার রায়েফ আল হাসান রাফা।

পিকলুর মৃত্যুতে আবেগঘন এক ফেসবুক পোস্টে রাফা বলেন, ‘পিকলু ভাই আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

মঞ্চে সঙ্গীত পরিবেশনের সময় হার্ট অ্যাটাক করেন পিকলু।

‘তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে যা আমরা কেউ শুনতে চাইনি সেই খবরটাই জানান কর্তব্যরত চিকিৎসক’, বলেন রাফা।

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রেক্ষাপটে পিকলুর অবদান অনস্বীকার্য। ‘গুটি’, ‘সূর্য’, ‘অদ্ভূত সেই ছেলেটি’র মতো বহুল জনপ্রিয় গান তারই রচনা।

এদিকে আরেক গিটারিস্ট সুলতান রাফসান ফেসবুকে লিখেছেন, ‘পিকলু ভাইয়ের গিটার বাজানো শুনেই বড় হয়েছি। তার হঠাৎ মৃত্যুতে আমি খুবই ধাক্কা খেয়েছি। ভাইয়ের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইলো।’

এ ছাড়া এলিটা করিম, জামশেদ চৌধুরি, শিশির আহমেদের মতো বিখ্যাত সঙ্গীতশিল্পী পিকলুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

পিকলুর দীর্ঘ ক্যারিয়ারের শুরু আশির দশকে। বাংলাদেশের প্রথম হার্ডরক ব্যান্ড রকস্ট্রাটার গিটারিস্ট হিসেবে মঞ্চ কাঁপিয়ে ক্যারিয়ার শুরু করলেও জলি রজার্স ও ওয়ারফেজে ব্যান্ডে কাজ করেছেন তিনি। তবে পিকলু সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন অর্থহীন ব্যান্ডের হয়ে ছয়তারে তার আঙুলের জাদু দেখিয়ে।

r1 ad
r1 ad