top ad image
top ad image
home iconarrow iconফিচার

স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী রান্যা রাও

স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী রান্যা রাও

বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। গত ৩ মার্চ রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। খবরটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে রান্যা রাওয়ের কাছ থেকে। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছিলেন। স্বর্ণগুলো তিনি সেখান থেকেই নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, কিছুদিন পরপর নানা দেশে ভ্রমণ করতেন রান্যা। এজন্য তাকে পাচারের সঙ্গে যুক্ত এই সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। তিনি নজরদারিতে ছিলেন।

গ্রেফতারের পর তাকে অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাও স্বর্ণ লুকিয়ে পাচার করছিলেন। এমনকি তিনি স্বর্ণের বার তার পোশাকের মধ্যে লুকিয়ে রাখছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্যা রাও তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক পাস করতে চেয়েছিলেন। তিনি নিজেকে কর্ণাটক পুলিশ মহাপরিচালকের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাতেও কাজ না হওয়াতে তিনি স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন যেন সহজেই বাড়ি যেতে পারেন। তবে কাস্টমস পুলিশ তাকে চেক করতে গিয়েই স্বর্ণগুলোর সন্ধান পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী রান্যা রাও একাই এই পাচারের সঙ্গে জড়িত নন। তিনি বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন রান্যা রাও। এরপর তিনি আরও কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন।

r1 ad
r1 ad
top ad image