top ad image
top ad image
home iconarrow iconফিচার

শবনম ফারিয়াকে কটূক্তি, চাকরিচ্যুত সাজিদা ফাউন্ডেশনের সেই কর্মী

শবনম ফারিয়াকে কটূক্তি, চাকরিচ্যুত সাজিদা ফাউন্ডেশনের সেই কর্মী
শবনম ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে এক কর্মীকে চাকরিচ্যুত করেছে বেসরকারি সংস্থা সাজিদা ফাউন্ডেশন। শবনম ফারিয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে শবনম ফারিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান এবং ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমের সঙ্গে এক মঞ্চে হাজির হয়েছিলেন শবনম ফারিয়া। ওই অনুষ্ঠানের একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর নিচে শবনম ফারিয়াকে যৌন আক্রমণাত্মক মন্তব্য করেন একজন।

পরে জানা যায়, রাকিবুল হাসান নামের ওই তরুণ বেসরকারি সংস্থা সাজিদা ফাউন্ডেশনে কর্মরত। তার পরিচয় জানার পর ফারিয়া বিষয়টি সাজিদা ফাউন্ডেশনকে অবহিত করেন। বুধবার (১৯ মার্চ) রাতেই সাজিদা ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজ থেকে জানায়, তারা অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করছে।

সাজিদা ফাউন্ডেশন তাদের পোস্টে বলে, গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর কমেন্ট করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এ নিয়ে ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন পরই ওই কর্মীকে চাকরিচ্যুত করার কথা জানিয়েছে সাজিদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প্রধান সাজেদা ফারিসা কবির এ সিদ্ধান্তের কথা জানিয়ে ইমেইল করেছেন শবনম ফারিয়াকে। ওই ইমেইলও ফেসবুকে প্রকাশ করেছেন ফারিয়া।

ইমেইলে সাজেদা ফারিসা কবির লিখেছেন, আমাদের একজন কর্মী রাকিবুল হাসান ১৮ মার্চ আপনার পোস্টে যে মন্তব্য করেছেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাজিদা ফাউন্ডেশন এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানায় এবং বিশ্বাস করে, এ ধরনের মন্তব্য আমাদের সংস্থার মূল্যবোধের পরিপন্থি।

ইমেইলে লেখা হয়েছে, আমাদের সুরক্ষা কমিটি (মানবসম্পদ, জেন্ডার ও আইন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত) ওই ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। আপনার পোস্টে মন্তব্য করা এবং এ কর্মকাণ্ডের মাধ্যমে সাজিদা ফাউন্ডেশনের সুনাম ও সম্মানহানি করার জন্য রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে।

ইমেইলে শবনম ফারিয়াকে ধন্যবাদও দিয়েছেন সাজেদা ফারিসা কবির। লিখেছেন, আমরা আপনাকেও ধন্যবাদ জানাতে চাই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর করার জন্য। ব্যক্তিগতভাবে বা অনলাইনে যেভাবেই হোক, সব ধরনের অবিচার ও হয়রানি, বিশেষ করে নারী ও মেয়েদের প্রতি হয়রানির বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সরব হওয়া গুরুত্বপূর্ণ।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। এক পোস্টে তিনি লিখেছেন, সাজিদা ফাউন্ডেশনের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কোনো ব্যক্তি বা সংগঠন কীভাবে ভূমিকা রাখতে পারে, তার দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন।

তিনি আরও লিখেছেন, সহিংসতা সবসময় শারীরিক হয় না। এটি কখনো অনলাইনে হয়রানি হতে পারে কিংবা রাস্তাঘাটে কিংবা অন্য যেকোনোভাবে হতে পারে। এর কোনোটাই গ্রহণযোগ্য নয়। এ ঘটনঅয় রাজনীতিবিদ থেকে শুরু করে আমার সহকর্মীরা, অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে কলেজ শিক্ষার্থীরা যারা আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের আওয়াজও গুরুত্বপূর্ণ।

সাজিদা ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানিয়ে ফারিয়া লিখেছেন, এ রকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজিদা ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ। এভাবেই পরিবর্তনের সূচনা হয়। আসুন, আমরা আওয়াজ তুলতে থাকি। আসুন, সবাই একসঙ্গে দাঁড়াই।

r1 ad
r1 ad
top ad image