শিল্প-সাহিত্য
বড়রা সব বোঝে
বড়রা সবকিছু বোঝে
ট্যাক্সিতে চড়ে কোথায় যেন যাচ্ছেন, বাংলা সাহিত্যের সৈয়দদা, অর্থাৎ সৈয়দ মুজতবা আলী।
ড্রাইভার কোনোভাবে হয়তো বুঝেছিলেন তাঁর যাত্রী একজন লেখকট্যাক্সি।
ড্রাইভার জিজ্ঞেস করলেন, ‘আপনি কি লেখক?’
জবাবে মুজতবা আলী বলেন, ‘হ্যাঁ।’’
ড্রাইভার আবার জিজ্ঞেস করলেন, ‘কী কি লেখেন আপনি?’
মুজতবা আলী বলেন, ‘ছোটদের জন্য গল্প লিখি।’’
ড্রাইভার বিস্মিত হয়ে বলেন, ‘ছোটদের জন্য গল্প? কেন? বড়দের জন্য লেখা যায় না কেন?’
মুজতবা আলী হেসে বলেন, ‘বড়রা সবকিছুই বোঝে, তাদের জন্য আর গল্প লেখার দরকার কী!’