top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

কুইপার বেল্ট কী?

কুইপার বেল্ট কী?
মেঘের মতো এই অঞ্চলটাকে বলে কুইপার বেল্ট

সৌরজগতের গ্রহগুলোর বাইরে রিং আকৃতির অঞ্চল হলো এই কুপার বেল্ট। এই রিংগুলোকে ইংরেজিতে সার্কামস্টেলার ডিস্ক বলা হয়। আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য থেকে এই বেষ্টনীর দূরত্ব বিলিয়ন (১ হাজার কোটি) কিলোমিটার দূরে।

ধারণা করা হয়, ৩০ এইউ থেকে ৫০ এইউ সেই দূরত্ব। নিম্নস্তরের দূরত্বটি নেপচুন গ্রহের কক্ষপথের দূরত্বের সমান। এখানে প্লুটো-সহ ছোট কাঠামোর বামন গ্রহের দেখা মেলে। তাই এই অঞ্চলের বস্তুগুলোকে ‘ট্রান্স-নেপচুনিয়ান বস্তু’ও বলা হয়।

r1 ad
r1 ad