top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

বিস্ময় বালক কুদরাত-এ-খুদা

বিস্ময় বালক কুদরাত-এ-খুদা
বিজ্ঞানী কুদরাত-এ-খুদা

যে মুলোটা বড়, পত্তনেই তা বোঝা যায়। কথাটা সবার বেলায় খাটে না ঠিক। কিন্তু বিজ্ঞানী কুদরাত-এ-খুদ ‘র মেধার প্রমাণ সেই বাল্যকালেই মিলেছিল। আর সেই প্রমাণ পেয়েছিলেন তাঁর এক বড় ভাই।

তখন কুদরাত-এ-খুদা খুব ছোট। একদিন সকালে সেই চাচাতো তাঁকে কাছে ডাকলেন। বইখানা মেলে ধরে কিছু পড়া দেখিয়ে দিলেন। বললেন, পড়াগুলো যেন ঠিক ঠিকভাবে হয়।

কিন্তু দুপুর না হতেই দেখলেন কুদরাত-এ-খুদা পড়া বাদ দিয়ে খেলা করে বেড়াচ্ছে। তিনি হেঁকে বললেন, ‘এই হতভাগা দৌড়ে বেড়াচ্ছিস যে পড়া হয়েছে?’

জবাবে কুদরাত-এ-খুদা বললেন, ‘হয়েছে।’

চাচাতো ভাই তখন তাঁর কথা বিশ্বাস করলেন না। যাচাই করার জন্য কুদরাত-এ-খুদাকে বইটা আনতে বললেন।

কিন্তু পড়া ধরার পর প্রমাণ হলো কুদরাত মিথ্যা বলেনি। ঠিক ঠিকই পড়াগুলো করে ফেলেছেন! চাচাতো ভাই অবাক হলেন। তিনি কুদরাত-এ-খুদার মা-বাবাকে অনুরোধ করলেন তাঁকে যেন স্কুলে ভর্তি করানো হয়। তাঁর সেই অনুরোধ বৃথা গেল না। কুদরাত-এ-খুদাকে স্কুলে ভর্তি করানো হলো।

r1 ad
r1 ad