top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

বিগ ক্রাঞ্চ আসলে কী?

বিগ ক্রাঞ্চ আসলে কী?

মহাবিশ্বের সমাপ্তি নিয়ে দ্বিতীয় অনুমান। মহাবিশ্ব সংকট বিন্দুতে পৌঁছানোর আগপর্যন্ত কিছুতেই প্রসারিত হওয়া থামাবে না। সংকট বিন্দু পেরোলে সংকুচিত হওয়া শুরু হবে। সংকুচিত হতে হতে আরও ঘন ও উত্তপ্ত হয়ে শেষে অসীম ঘন ও উত্তপ্ত বিন্দুতে থামবে— একে বিগ ক্রাঞ্চ বলা হয়।

বিগ ক্রাঞ্চ অবশ্য আরেকটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং-এর কারণ হতে পারে।

ডার্ক এনার্জি (রহস্যময় এই শক্তিই মহাবিশ্ব সম্প্রসারণের মূল ইন্ধনদাতা)-এর আবিষ্কার এই পরিস্থিতিটাকে মলিন করে ফেলেছে।

অর্থাৎ ডার্ক এনার্জির কারণে বাতিল হতে বসেছে বিগ ক্র‍্যাঞ্চ বা মহা সংকোচন তত্ত্ব।

r1 ad
r1 ad