top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

নোবেলজয়ী বিজ্ঞানীর দুর্ভাগ্যের মৃত্যু

নোবেলজয়ী বিজ্ঞানীর দুর্ভাগ্যের মৃত্যু
ডাক টিকিটে ম্যাক্স ভন লু

দুর্ঘটনা কখনো জাতপাত, ধনী-গরিব ভেদাভেদ করে আসে না। এমনকী বিখ্যাত কিংবা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিজ্ঞানীও প্রকৃতির কাছে গুরুত্বপূর্ণ নন। তেমনি এক হতভাগা ছিলেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ভন লু।

মোটর গাড়ি আসার পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার এক লাফে বহুগুণে বেড়ে যায়। দুর্ঘটনার জন্য কাউকে সরাসরি দায়ীও করা যায় না। কিন্তু নিহতের পরিবার-পরিজনের যে ক্ষতি হয়, তা পোষানোর ক্ষমতা কারও থাকে না। কিন্তু নিহত ব্যক্তিটা যদি হয় একজন ডাকসাইটে বিজ্ঞানী, তার মৃত্যু যেমন বেদনা জাগায়, তেমনি আফসোসও তৈরি করে জনমানসে।

ম্যাক্স ভন লু’র মৃত্যু তাই বিজ্ঞানপ্রিয় মানুষের কাছে আজও দীর্ঘশ্বাস। তাঁর মুত্যটা হয়েছিল এক আনাড়ী বাইকারের কারণে।

ম্যাক্স ভন লু ১৯১৪ সালে নোবেল পান। পদার্থবিজ্ঞানে।

জন্ম ১৮৭৯ সালে। ১৯৬০ সালে বয়স ৮১ বছর তাঁর। এ বয়সে মানুষ মরতেই পারে। কিন্তু লুর মৃত্যু স্বাভাবিক ছিল না।

জার্মানির গটিনজেন শহরে থাকতেন তিনি। একদিন গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ এক আনাড়ি বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন লুর গাড়িতে।

বাইকের আরোহী ঘটনাস্থলেই মারা যান। লুকে নেওয়া হয় হাসপাতালে।

দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানেন তিনি। সদ্য লাইসেন্স পাওয়া এক মোঁরবাইক চালকের ভুলে প্রাণ যায় মেধাবী এই বিজ্ঞানীর।
সূত্র: নিউ সায়েন্টিস্ট

r1 ad
r1 ad