top ad image
top ad image
home iconarrow iconফিচার

শিল্প-সাহিত্য

কবিগুরুর পিষ্টক

কবিগুরুর পিষ্টক
রবীন্দ্রনাথ ঠাকুর

‘খ্যাতির বিড়াম্বনা’ যে কতটা বিরক্তিকর তা রবীন্দ্রনাথ নিজেই লিখে গেছেন এই নামে একটা গল্প লিখে। নিজে বড় কবি। তাই লক্ষ কোটি ভক্ত। তাদের যত অদ্ভুত আবদার। নারী ভক্তদের আবদার আবার অন্য রকম। কবির জন্য একটা ভালোমন্দ খাবার রেঁধে খাওয়ানোয় সে কী আনন্দ তাঁদের! বিশ্বকবি রবীন্দ্রনাথেরও নারী ভক্তের অভাব ছিল না। তার সঙ্গেও কবিগুরু রসিকতা করতে ছাড়েননি।

রবীন্দ্রনাথ ও পিঠা‘খ্যাতির বিড়াম্বনা’ যে কতটা বিরক্তিকর তা রবীন্দ্রনাথ নিজেই লিখে গেছেন এই নামে একটা গল্প লিখে। নিজে বড় কবি। তাই লক্ষ কোটি ভক্ত। তাদের যত অদ্ভুত আবদার। নারী ভক্তদের আবদার আবার অন্য রকম। কবির জন্য একটা ভালোমন্দ খাবার রেঁধে খাওয়ানোয় সে কী আনন্দ তাঁদের! বিশ্বকবি রবীন্দ্রনাথেরও নারী ভক্তের অভাব ছিল না। তার সঙ্গেও কবিগুরু রসিকতা করতে ছাড়েননি।’ যে কতটা বিরক্তিকর তা রবীন্দ্রনাথ নিজেই লিখে গেছেন এই নামে একটা গল্প লিখে। নিজে বড় কবি। তাই লক্ষ কোটি ভক্ত। তাদের যত অদ্ভুত আবদার। নারী ভক্তদের আবদার আবার অন্য রকম। কবির জন্য একটা ভালোমন্দ খাবার রেঁধে খাওয়ানোয় সে কী আনন্দ তাঁদের! বিশ্বকবি রবীন্দ্রনাথেরও নারী ভক্তের অভাব ছিল না। তার সঙ্গেও কবিগুরু রসিকতা করতে ছাড়েননি।

একদিন নারী রবীন্দ্রনাথের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে এলেন।

রবীন্দ্রনাথ সেই পিঠা খেলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। তাই সেই নারী নিজে থেকেই কবির কাছে জানতে চাইলেন কেমন লাগল পিঠা।

রবীন্দ্রনাথ হেঁয়ালির ছন্দে জবাব দিলেন—

`লৌহ কঠিন, প্রস্তর কঠিন, আর কঠিন ইষ্টক,

তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পিষ্টক!’

r1 ad
r1 ad