top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

ধূমকেতু কাকে বলে?

ধূমকেতু কাকে বলে?

ক্ষণস্থায়ী বায়ুমণ্ডলীয় কোমা-সহ বরফীয় একটা কাঠামো। ধুলোর বেশ পাতলা মেঘ এবং ধূমকেতুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারপাশের গ্যাসীয় অবস্থা। ক্ষণস্থায়ী বায়ুমণ্ডলীয় কোমা-সহ বরফীয় একটা কাঠামো। ধুলোর বেশ পাতলা মেঘ এবং ধূমকেতুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারপাশের গ্যাসীয় অবস্থা।

কেন্দ্রটি বরফের বল ও শিলার কণায় গড়া। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হুইপল একটা বরফের দল বা ‘নোংরা বরফ-বল’ হিসেবে নাম দেন। এর লেজ দেখা যায় ঝাড়ুর মতো।

যেহেতু ধূমকেতুটি আভ্যন্তরীণ সৌরজগতের কাছে আসে ও সূর্যের প্রভাবে আরও উত্তপ্ত হয়, কিছু বরফ ও ধূলিকণা বাষ্পে পরিণত হয়ে যায়। এটি কোমা হিসেবে পরিচিতি পায়।

r1 ad
r1 ad