শিল্প-সাহিত্য
পানাসক্ত নজরুল!
কাজী নজরুল ইসলামের পান খুব পছন্দ ছিল। তিনি পান খেতেন এবং পান নিয়ে রসিকতা করতে ভালোবাসতেন।
একবার এক ভদ্রমহিলা নজরুলের পান খাওয়া দেখে তাকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা আপনি কি পানাসক্ত?’
নজরুল হেসে উত্তর দিলেন, ‘জ্বি না, আমি বেশ্যাসক্ত!’
ভদ্রমহিলা অবাক হলেন। জিজ্ঞেস করলেন, ‘বেশ্যাসক্ত? কী বলছেন আপনি?’ কিছুটা রেগেও গেলেন।
নজরুল বললেন, ‘পান একটু বেশি খাই। তাই বেশ্যাসক্ত, অর্থাৎ বেশি+আসক্ত=বেশ্যাসক্ত!’