top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি

নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ।’

রোববার (১৯ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে থাকে তার আলোকে সবসময় দায়িত্ব পালন করে পুলিশ। অতীতেও পুলিশ নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পালন করেছে। সবার প্রশংসা কুড়িয়েছে। সামনেও তা অব্যাহত থাকবে।’

যারা অনেক বেশি কাজ করে তাদের ভুলত্রুটিও বেশি হয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘পুলিশ একটু বেশি কাজ করায় ভুলত্রুটি হতে পারে। তবে উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে।’

জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিরা সারাদেশে একযোগে আক্রমণ করে সক্ষমতার জানান দিয়েছিল। সেই ধৃষ্টতা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা।’

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

r1 ad
r1 ad